নিশিদিন যাচি যারে পলকে দেখিনা তারে
একি দু:সহ বিষম ভার,
একবার এসো সখী দোঁহে বসি পাশাপাশি
বিরহ সইবো কত আর।


কত কথা আছে প্রাণে সঞ্চিত রাখি সংগোপনে
তোমাকে শুনায়ে হই ধন্য,
কত গান বাঁধি গাই ভাষার অন্ত নাই
স্বরলিপি সব তোমারই জন্য।


বয়ে যায় নিরবধি মত্ত এ জীবন নদী
অশান্ত তরঙ্গ লহরী,
এসো তুমি মাঝি হয়ে নিপুণ করে দাঁড় বেয়ে
বিষম লজ্জা ভয় হরি।


মন্দ বায় উড়ে আঁচল সিক্ত তব শুভ্র কাঁচল
প্রেমের স্নিগ্ধ প্রতিমা,
অধরেতে মিলায়ে ওষ্ঠ দোঁহে হবো দিগভ্রষ্ট
চাঁদোয়া বিছাবে নীলিমা।


নিত্য খুশি এই আশে রাখিবো গো বাহুপাশে
হে মোর পরানো প্রিয়া,
কলঙ্ক হার মাঠে লব বরমাল্য গলে দিব
পরিতৃপ্ত হউক পাগল হিয়া।