তোর
বুকের দুধারে আঙুর বাগিচা
দাঁড়িয়ে দেখেছে মুগ্ধ পথিক
সকালের রোদে ভিজে কেমন টলটল
দু-চোখের দৃষ্টি, কাক তাড়ুয়া
একবার ফিরে চা।


লবণাক্ত জমি পরশ করেছে নাভিস্থল
একাসনে বসেছে মায়াবী নিশিপদ্মে
নিশান্ধ কোনো পশুপতির আস্ফালনে
রক্তে জেগেছে জোয়ার ।


নিশিরাতে আগুন জ্বলে, পুড়তে থাকে
প্রাগৈতিহাসিক প্রতিশ্রুতিগুলি
বোকা মেয়ে আঙুর বগিচা বুকের’পরে
শুধবি কেমন করে একগলা সুদ
উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এ বিষফল।


তারারা মিটি হাসে, আঁখির ফাঁসে
ধরা পড়েছে যত ভ্রমর সুনিশ্চিত তাদের
দাবি এড়িয়ে পল্লবিত হবি দ্রাক্ষামঞ্জরী
তেমন অবলম্বন কই?


ভোর হবার আগে ও মেয়ে সুন্দরী
জলকে চল, জলকে চল
ডাকে তোর প্রাণের সই--