স্বপ্নে, হাত বাড়াতেই রাজকন্যে
তোমার দিকে তাকাবো কেন?
তুমি কী তেমন করে সাজতে জানো?
উড়তে জানো মেঘের উপর ?
নাইতে জানো নদীর বুকে?
প্রজাপতি রঙিন পাখায়
পাড়ায় কী ঘুম অথৈ সুখে?

তুমি হলে মাটির মেয়ে
দুখিনী মা ঘুঁটে-কুড়ানি
কাঁদলে তোমার দুগাল বেয়ে মুক্ত কই
অশ্রু ঝরে, শ্বাশুড়ী-মা হাড়-জ্বালানি।


রাজপুত্তুর তোমার শত্তুর
কত বছর গেছে ফেলে।
আমি বোকা রাখাল ছেলে
চরাই ধেনু নদীর কূলে
হতাম যদি পক্ষীরাজ, উড়িয়ে নিয়ে এক নিমেষে
বসিয়ে দিতাম সিংহাসনে।


ওগো কন্যে!
বাঁশি কেবল বাজাতে পারি
সারাজীবন তোমার জন্যে।