লাফিয়ে লাফিয়ে নামছি অন্ধকার সিঁড়ি বেয়ে
শেষ ধাপে খুলে জন্ম পোষাক।
যতই নামছি ততই ছোট হচ্ছি
আর আমার আঙুলগুলি বিস্তৃত হচ্ছে
এক মাইল, দুই মাইল, তিন মাইল
আমার বর্ণচোরা লোভী আঙুলগুলি-


গা থাকে নির্গত হচ্ছে বুনো গন্ধ
ভন্ ভন্ করে উড়ছে মধুমক্ষিকা আর
আমার স্তাবকেরা গাইছে জয়গান
সমবেত কন্ঠে বিপুল উত্সায়হে।  


উল্কা পতনের মত অতিদ্রুত অথচ
নিঃশব্দ এই অবতরণ
বুকের ভিতর রক্তক্ষরণ বুঝতে পারছে না ওরা কেউ
এ আমার অসংযমী লোভের প্রত্যাঘাত।


লাফিয়ে লাফিয়ে নামছি
যেদিন প্রথম পা রেখে মাটিতে, পরে নেব রং-করা
        অভিজাত নকল পোষাক
ওরা আর একজন নপুংসক পেয়ে সমগোত্রীয়
সফেদ মাল্যদানে করবে ভূষিত।