হে নাথ,
আমারে অন্ধ করেছ তুমি
সকলখানে ছড়িয়ে আছে তব কোমল পরশ
দেখতে না পাই ।  


এ পরবাসে মিছেই ভ্রমি
মিছেই করি অন্বেষণ ।  
না করলে করুণা কে পায় দেখতে তোমা
   জ্ঞান-চক্ষু উন্মীলনে-


তুমি যারে যা দাও যতটুকু
সেই তার নায্য অধিকার জানি।


তস্কর মোরা রুধিরে রাঙিয়ে হাত
লুঠিতে চাই অপরের ধন
আত্ম সুখের তরে—


নিজেকে বিলিয়ে যে সুখ
তুমি তার কণা-মাত্র দিও দীনজনে।
চরণ-তলে দিও স্থান
হে অন্তরতম, পরমপ্রিয় বন্ধু আমার
শেষ বিদায়ের ক্ষণে!