দৃষ্টি তোমার, হায়! বিষ মাখা তীর
তীরের গোড়ায় পাখির রঙিন পালক
কন্যা, না সাজাও তোমার দু’টি চোখ।
চুর আমি হয়েই আছি, খুন কি হতে বল?
আমার থেকে দৃষ্টিটাকে কর আনত
দৃষ্টি তোমার, হায়! বিষ মাখা তীর
তীরের গোড়ায় পাখির রঙিন পালক
কন্যা, না সাজাও তোমার দু’টি চোখ।
তোমার জন্য জীবন বাজি, হতেও রাজি নিশানা
দোহায় শুধু দৃষ্টি দিয়ে হৃদয়টাকে ছেদনা
দৃষ্টি তোমার, হায়! বিষ মাখা তীর
তীরের গোড়ায় পাখির রঙিন পালক
কন্যা, না সাজাও তোমার দু’টি চোখ।।