অনুকাব্য
(১)
কেমন জোড়া জুড়িয়া দিলে!
ওগো, জোড়া-জুড়ির রাজা।
আমার দেহের এতটুকুও ব্যাথা
তার হৃদয়ে গাঁথা।


(২)
চলতি পথে হঠাৎ আমি
হোঁচট পেলাম, খুব মামুলি।
অমনি তাহার চক্ষু জুড়ে
জল টলমল, খুব দামী।