প্রতি ভোরে তোমার পূর্বাকাশে
আমি উদিত হই তোমাকে দেখবো বলে।
অপলক তোমার দিকে তাকিয়ে থাকি
দেখি তোমাকে,
তোমার ভিতর তোমাকে,
তোমার ছায়ায় তোমাকে।
সন্ধায় ক্লান্তির অবসাদে আমি অস্ত যাই।
কিন্তু তোমাকে দেখার অশুখ ভর করে
আমার চোখের পাতায়।
আমি আবার উদিত হই
কোজাগরি চাঁদ হয়ে।
তারা হয়ে মিটি মিটি চোখে দেখি তোমায়।
নিজেকে ছড়িয়ে দেই
জোনাকী পোকার আলোয়,
ঝিঁ ঝিঁ পোকার গুন্জনে।
এভাবেই
তোমাকে ঘিরে
আমার দিন-রাত্রি, জীবন-যাপন।