গোপন সূত্রে খবর পেলুম
কবিতার মাতালেরা নাকি
এখনো কবিতা লিখে, কবিতা পড়ে।
এখনো নাকি প্রেমিক যুগল
চিনে বাদামে টুক টাক শব্দ তোলে
পার্কের বেঞ্চিতে পারস্পরিক ঊষ্ণতায়।
এখনো নাকি নীল খামে চিঠি আসে
যৌবনদীপ্ত কপোত-কপোতির ঠিকানায়।
এখনো নাকি দিবালোকে
গোলাপ বিক্রয় হচ্ছে
প্রশাসনের নাকে ডগায়।
এখনো নাকি কোন গোপন আস্তানা থেকে
ভেসে আসে রাগ প্রধান গানের সুর।
এখনো নাকি স্বজন বিরহে
ফোটায় ফোটায় আবেগ ঝরে
স্বজনের গণ্ড যুগল বেয়ে।
এখনো নাকি ক্যানভাসে দৃশ্য ফোটে
শিল্পির তুঁলির নিপুন আচঁড়ে।
আমি ঘোষনা করছি
আমাদের অধুনিক যুগে
এখন থেকে আর ওসব কিছু চলবে না।
পটুয়া আর কবিদের কলম-তুলি কেড়ে নিয়ে
তাদেরকে নিরস্ত্র করা হউক।
বাজেয়াপ্ত করা হউক
শাস্ত্রীয় গানের স্বরলিপি গুলোকে।
আজীবন নিষিদ্ধ করা হউক
গোলাপের উৎপাদন, বিপণন ও বিতরণ।