এই শহরেই তোমার থাকার কথা ছিল;
অথচ কোনো ধরনের পূর্ব নোটিস ছাড়া তুমি দিব্যি হারিয়ে গেলে!
শত বিজ্ঞপ্তিতেও এই শহরের কেউ আমাকে জানাতে পারেনি তোমার ঠিকানা।


তাইতো এই শহরে এখন
রাত হলেই আমার দু’চোখের পুকুরে একটা বিশাল অঘুম সাঁতার কাটে,
আর সেই পুকুরের দু’পারে অজস্র ঘুম দর্শকের মতো বসে বসে সেই সাঁতার দেখে।


সকাল হতে হতেই
দু’চোখের পুকুরের জল বাড়তে বাড়তে উপচে পড়ে পুকুরের দু’পারে,
বসে থাকা আমার ক্লান্ত ঘুমগুলো
হঠাৎদিগ্বিদিক ছুটে পালায় শহরের অলিগলিতে তোমার খোঁজে।


কেউ জানেনা
জানে শুধু আমার দু’চোখ,
দিনরাত অঘুমে ‌অঘুমে
আমার দু’চোখের পুকুরে মনমরা এক আকাশের ছায়া ডুবে আর ভাসে।
অঘুমে ‌অঘুমে আমার দু’চোখে অন্ধ জোনাকি ছটফট করে।
অঘুমে ‌অঘুমে আমার দু’চোখে কান্না পুড়ে পুড়ে  
এই শহরের বাতাসে বিষাদের ধোঁয়া উড়ে।


তাইত আজকাল রাত হলেই করুন সুরে ডাকি
“আয় ঘুম আয়,
আয় ঘুম আয়”।


——————


র শি দ  হা রু ন
২৫/১০/২০২১