তুমি আমাকে বলেছিলে মানুষ হতে,
আমি কোন ভাবেই মানুষ হতে পারছিনা!


মানুষের মায়া দেখলেই আমার ভয় করে!
মায়ার ওজন পাহাড়ের মতো লাগে বুকে,
মায়া বুকে চেপে বসলেই আমার দম বন্ধ হয়ে আসে;
আমি আর শ্বাস নিতে পারিনা!


মানুষের চোখের জল দেখলে মনে হয় ডুবে মরবো,
তাইতো চোখের জল দেখলেই দৌড়ে পালাই।


আমার বুকে বৃক্ষের কোন ছায়া নে‌ই,
তাইতো কোন মানুষকে বসতে দিতেও পারিনা সেই বুকে।


তুমি কি জানো,
আমার বুকে শুধু একটা নীল আকাশ ঘুরে বেড়ায় দিনরাত?


দোহাই তোমার,
তুমি আর কখনই আমাকে মানুষ হতে বলোনা।
এই একজীবনে আমি একটা সাদা বক হতে চাই,
দিনরাত বুকের সেই নীল আকাশে
আমি শুধু উড়বো আর উড়বো।
——————-
র শি দ  হা রু ন
৩১/০১/২০২৩