প্রতিটা মানুষ দীর্ঘদিন বেঁচে থাকার আশায় জীবনের কোনো একসময় ফিরে আসতে চায় ফেলে যাওয়া কোনো কিছুর কাছে।


কেউ  ফিরে আসতে চায়
সারাজীবন ধরে বুকে পালতে থাকা ফসলের মাঠটির কাছে,
সারা জীবন বুকে বয়ে চলা নদীর পারে একটু বিশ্রামের জন্য ফিরে আসতে চায় কেউ কেউ,
কেউবা হারিয়ে যাওয়া কুকুর বিড়াল অথবা একটি পায়রার জন্য,
একটা ছোট জানালায় বসে বৃষ্টির ঝাপটায় রাতের চাঁদ দেখার জন্য,
একটা সুতোকাটা ঘুড়ি ধরার আশায় কোনো বাড়ির ছাদে
একটা পুরনো মহল্লার অলিগলিতে দিনরাত ছুটে বেড়ায় না পাওয়া প্রিয় মানুষটার মুখটা দেখার জন্য,
কোন একটি ঘরের পুরনো পর্দা, গোলাপ ফুলতোলা একটি মলিন বিছানার চাদর অথবা রঙ ওঠা  একটা চেয়ারের জন্য কেউ কেউ ফিরে আসতে চায়।


এভাবে বাঁচতে বাঁচতে একসময় মানুষ বুকে টের পায় -
বেঁচে থাকা মানে সময় পার করা নয়;
তারচেয়ে বেশি কিছু -
শুধু না পাওয়া বা হারিয়ে যাওয়া কিছুর জন্য সমুদ্রসম হাহাকারে ডুবতে থাকা,
আর কবিরা বেঁচে থাকে
মানুষের সেইসব হাহাকারের শিকড়ে জল ঢেলে ঢেলে বাড়িয়ে দেবার জন্য।
———-
র শি দ  হা রু ন
১৯/০৫/২০২৩