‘ভালোবাসা’ - শব্দটি গতকাল সংবিধানে যোগ করার পরই দেশে কিছু আশ্চর্য পরিবর্তন হয়েছে –
আমাদের নিজস্ব সংবাদদাতা জানিয়েছেন,
-ঢাকার গুলিস্তান আর গুলশান এক হয়ে গেছে।
-স্কুলে পরীক্ষা বলে আর কোনো সিস্টেম থাকবেনা ,জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
-যার যার যোগ্যতানুসারে সব সময় চাকুরি প্রস্তুত রাখবে সরকার,
চাহিবামাত্র দিতে বাধ্য থাকবে কতৃপক্ষ।
-ঘরে ঘরে জোর করে খাবার পৌঁছে দিবে
খাদ্য মন্ত্রনালয়- লাগুক আর না লাগুক।
-বস্তির প্রতিটি ঘরে ফ্রি এসি লাগাবে বিদ্যুৎ বিভাগ, বিল লাগবেনা।
-সবার জন্য স্বাস্থ্য বীমা চালু হবে।
-সাংবাদিকগণ জানিয়েছেন অর্থ অথবা ক্ষমতার ভয়ে তারা কোনো প্রকার মিথ্যা সংবাদ পরিবেশন করবে না।
-রাস্তায় কোনো কুকুরও গৃহহীন থাকবেনা।
-রাস্তার ভিক্ষুকদের জন্য ফাইভস্টার হোটেল থেকে নিয়মিত খাবার আসবে।
-প্রেম করে বিয়ে করলেই নতুন দম্পতির জন্য একটি বাড়ি ও নগদ টাকার ঘোষণা করছে বড় বড় কোম্পানি।
- বৃদ্ধাশ্রম বলে কোনো কিছু আর থাকবেনা,
সবাই তাদের পরিবারের সাথেই থাকবেন।
-মাস্তানেরা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা ফেরত দিয়ে ক্ষমা চাইতে শুরু করেছে।
-একজন মন্ত্রী দ্বায়িত্ব পালনের ব্যার্থতা স্বীকার করে পদত্যাগ করেছেন।


এই পরিবর্তনের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে-
একজন প্রবীন কবি বলেছেন,
“ আমি প্রথম কবিতা লিখেছিলাম ভালোবাসা শব্দটি দিয়ে, এই শব্দটি আমার।”


একজন নৃতত্ত্ববিদ বলেছেন-
“ পৃথিবীর সবচেয়ে প্রাচীন শব্দটি মাঝে মাঝে হারিয়ে যায়, আবার প্রকৃতির নিয়মেই ফিরে আসে।”


একজন রাজনীতিবিদ বলেছেন-
“ ভোট হলো আসল ভালোবাসা।”


একজন ভিক্ষুক আমতা আমতা করে জানিয়েছে-
“ ভালোবাসা এইডা আবার কী শব্দ!!''
দু’বেলা পেট ভরা থাকলেই আমার মনডা ভাল লাগে।”
—————————
রশিদ হারুন
২০/০৪/২০২০