যখন তখন দেখা হয়ে যায় তার সাথে!
লুকিয়ে থেকেও লাভ নেই।
ঘরে বাইরে সব জায়গায়-
এমন কি পুকুর অথবা নদীতে!


হঠাৎ ভুল করে চোখ তুলে তাকালে,
কোনো আয়নায় অথবা জলেও
দেখা যায় তাকে -
একজন ভীষন পরিচিত লম্বা মানুষ
- আমারই মতো।


একপলক তাকালেই ফিরিয়ে নেয় তার মুখ!
শুধু তার চোখ থেকে কিছু জল এসে ভিঁজিয়ে দেয় আমার বুক।


যখন তখন দেখা হয়ে যায়
তার সাথে-
আয়নায় অথবা জলে।
—————————
রশিদ হারুন
০৯/০৩/২০২০