সেদিন খুব ভোরবেলা আমার বারান্দায়
দু’টি চড়ুই পাখির গল্পে আমার ঘুম ভেঙে গেল।
তারা শুধু আনন্দিত কন্ঠে ধানের গল্পই করছিল,
তাদের প্রতিটি শব্দই ছিল ধান বিষয়ক।
অথচ আমার বারান্দায় একটিও ধানের ছিটেফোঁটা ছিলনা কোনো কালে।


তারপর থেকে আমি প্রতিদিন সকালে বারান্দায় ধান ছিটিয়ে বসে থাকি
চড়ুই দু’টির জন্য,
অথচ তারা আর কখনো আসেনি আমার বারান্দায়।


সেদিন থেকে আমার সকল কথায় কোন না কোনভাবে ধান শব্দটি চলে আসে।
-----------
র শি দ  হা রু ন
১৯/০৪/২০২১