গভীর রাতে অন্ধকারে বারান্দায় বসে
একটা জোনাকি পোকার দিকে
তাকিয়ে থাকতে থাকতে  
হঠাৎ হারিয়ে ফেললাম জোনাকিটি
মরা চাঁদের মন খারাপের আলোতে।
তখনই আমার মনে হলো
আমি ভয়ানক নিঃসঙ্গ,
একদম একা।


জোনাকিটি কোথায় হারালো?
হারালো কোথায় জোনাকিটি?


মাথা থেকে জোনাকিটি যখন
যাচ্ছিল না অনেকক্ষন,
তখন তীব্র সিগারেটের নেশায়
অন্ধকার ঘরে ডুকে ড্রেসিং টেবিল থেকে
হাতরে হাতরে সিগারেট ঠোঁটে নিয়ে লাইটারটা ধরলাম।
সাথে সাথে একটি নিঃসঙ্গ মুখ ভেসে উঠলো আয়নায়,
আবার হারিয়েও গেলো সেই মুখ লাইটার নিভানোর সাথেই।


যে ভাবে জোনাকিটি হারালো-
সেই ভাবেই নিঃসঙ্গ মুখটাও হারালো।


আমি আবার অন্ধকার বারান্দায় বসে বসে ভাবছি
আমাকে শুধু একলা রেখে-


জোনাকিটি কোথায় হারালো?
হারালো কোথায় নিঃসঙ্গ মুখটাও?
——————————————
রশিদ হারুন
২৭/০৮/২০১৯