আমার বুকে গানিতিক ভুলে ভরা,
আমার মাথায় আইনস্টাইন
আর নিউটনের তত্ব ‌অলস হয়ে ঘুমায়।
আমার জীবনের ব্যাকরণে কোন বর্তমান কাল নেই
সবই না দেখা এক ভবিষ্যৎ কাল।
বস্তুত এই সকল অক্ষমতার জন্য
জীবন আমাকে ষ্টুপিড ভাবতেই পারে।
তবে চরম প্রতিক্রিয়াহীন মানুষের মতো আমার জীবনে কোন বড় কোন শোক নেই
যার জন্য আমাকে হাহাকার করে মরতে হবে।
শুধুমাত্র বৃষ্টির জল দেখলেই
আমিও কেনো যে কাঁদতে বসে পড়ি
তা আজও বুঝলাম না!


আমার সেই জলভেজা চোখে
শহরের সবই কেমন যেনো বিষাদের মিছিল মনে হয়,
-ঘরবাড়ী, রাস্তাঘাট,
বারান্দায় চোখ বন্ধ করে বসে থাকা চড়ুই পাখিটা,
হঠাৎ ছিড়ে যাওয় কাগজের ঘুড়িটা,
ধমকা এক ঝড়ো ভেজা বাতাসে ছাতা হারিয়ে উদাসীন কোন বালক বালিকা;
শহরের সবই যেনো কাঁদতে বসেছে আমার আসন্ন বিদায়ে!


একজন ষ্টুপিড মানুষের জন্য
চারিদিকে এতো দুঃখী স্বজনের মিছিল কার ভাগ্যে জুটবে?


তাই আমার স্টুপিড জীবনের একমাত্র ছোট শোক
-বৃষ্টির দিনেই যেনো আমার মরণ হয়।
——————————-
র শি দ  হা রু ন
১১/০১/২০২১