বৃষ্টির দিন সকাল সকাল দরজা জানালা খুলে বসে আছি
কে যেন আসবে বলেছিলো?


দরজায় একটা বিড়াল একবার মাত্র উঁকি দিয়েছিল,
এছাড়া কোনো মানুষের ছায়া এখনো পড়েনি দরজার ঠিক আশপাশে।
দখিনের জানালা দিয়ে ফেরিওয়ালাদের হাঁকডাক ভেসে আসছে,
উত্তরের জানালা দিয়ে তাকালেই বিরাট ধুধু মাঠ-
সেখানে একটা অপেক্ষা নিঃশব্দে বসে বৃষ্টির জলে ভিজছে,
সকালের নাস্তা আর এককাপ গরম দুধ-চা টেবিলে রাখা আছে।
কে যেন আসবে বলেছিল?


দূরের কোনো শহর থেকে বৃষ্টিভেজা কোনো একজনের শরীরের ঘ্রান
হঠাৎ হঠাৎ শীতল বাতাসের সাথে আমার নাকে তীব্র আঘাত করে,
তবুও শহরের এই নিঃসঙ্গ বাড়িটিতে একাকী আমি কার অপেক্ষায় বসে আছি!
কে যেন আসবে বলেছিল?


পুরো শহরের সবই ঠিকঠাক  চলছে,
মানুষজন বৃষ্টির জল মাথায় নিয়েই কাজে বের হয়েছে,
টেবিলের চা ঠান্ডা হয়ে কাপে সর ভাসছে সারাদিন,
বৃষ্টির জল দরজা জানালা দিয়ে ঘর ভাসিয়ে নিচ্ছে,
তবুও আমি দরজা জানালা খোলা রেখেই তাকিয়ে আছি সারাদিন দরজা বরাবর
কেউ যেন এসে ফিরে না যায়;
দরজা খুলতে যেন আমার এতটুকু দেরি না হয়ে যায় ।
কে যেন আসবে বলেছিল?
তবুও সারাদিনই এলো না।
———-
র শি দ  হা রু ন
০২/০৬/২০২৩