যৌবনে আমার যে চোখ দুটোতে আগুন জ্বলতো
পড়তি বেলায় আজকাল আমার সেই চোখ দুটোতেই একটা ছলছল নদী পালছি।


সেই কবেকার জন্ম নেওয়া নদী
বুক থেকে চোখে আশ্রয় নিয়েছে
আর জীবনের পাওয়া না পাওয়ার  সব হিসাব নিকাশের যোগফল সেই নদীর জলে ভাসছে।
নদীর পারে একটি রঙচটা ম্লান বোধহীন বাড়ি একাকী দাঁড়িয়ে আছে,
সেই বাড়ির দরজায় সারাদিন অপেক্ষায় বসে থাকে দুটি ছায়া,
দুজন মানুষের অপেক্ষায়।


অপেক্ষায় অপেক্ষায় মন খারাপ করে
যেদিন ছায়া দুটো কাঁদতে বসে,
সেদিন ছলছল নদীতে জোয়ার আসে।


মনে হয় এ‌ই জীবনের মানে শুধু
জলে ভাসা অভিমান আর অহং
যা বুকে আর চোখে নিয়ে আমারা দুজন নদীর দুকূলে দাঁড়িয়ে থাকবো বাকি জীবন
আর অপেক্ষায় থাকবো
সে‌ই নদীর জলেই ডুবে মরার।
——————
র শি দ  হা রু ন
০৩/০৬/২০২৩