তোমার অভিমানে
‘আমি তোমার বড্ড মিথ্যা’,
“সত্য আমার ভালবাসা “
মাথা ঠুকে মরে,
‘বেড়ে উঠা সুন্দর দিনগুলো’-
ভয়ে কাঁদে ,
“সময় টা অস্হির না আমি নিজেই অস্হির”
বুঝতে পারিনা
পকেটে রাখা টাটকা গোলাপটা
ভয়ে মরে যায়।


তোমার অবহেলায়
আমি ক্রমশ ছায়াহীন হয়ে যাই,
হয়ে যাই তাপহীন রোদ্দুর,
হয়ে যাই গুমোট বাতাসের অস্হিরতা,
হয়ে যাই ছন্দহীন দরিদ্র্য কবি।


তোমার ভালবাসায়
মৃত গোলাপটা জীবন ফিরে পায়
সূর্য তার তাপ ফিরে পায়
অচল নোট সচল হয়ে
সুখ কিনতে কিনতে
আমি আস্ত মানুষ হয়ে যাই।