মনোলীনা,
আমার বুকের মাঝে আজ
দরফরানি অস্হিরতা,
মুখ ঢেকে গেছে
কয়েকদিনের না কাটা দাড়িতে,
বা হাতের দু আংঙ্গুলে
জ্বলন্ত সিগারেটের ছটফঠানি।


কালো চশমায় ডেকে রেখেছি নিদ্রাহীন চোখ,
চুল আচঁড়াতে ও ভুলে গেছি অনেক দিন হলো,
হাটছি তোমার বাড়ির দিকে -
ভুল স্বপ্নের হাত ধরে,
আজ আমি তোমাকে বলেই দিব
তোমার সাথে আসলে আমার হবেনা।


মনোলীনা,
তোমার সাথে  আমার
ভালবাসা হবেনা,
অভিমান হবেনা,
কবিতা লেখা হবেনা,
সুখ দুঃখ কিছুই হবেনা।


তোমার সাথে দিন চলে যাবে,
সময় কাটবেনা।
তোমার সাথে আমার.
কখনো আঁয়না দেখা হবেনা।


মনোলীনা,


তুমি কি আমার জন্য
বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষায় আছো ?
আজও কি হলুদ শাড়ীটার সাথে
নীল টিপটা পড়েছ,?
তুমিকি আজও অবাধ্য  চুল
বাতাসে ছেড়ে দিয়েছো?


যদি তুমি প্রতিদিন আমার জন্য
এভাবেই দাঁড়িয়ে থাকো
আমার আর কখনোই বলা হবেনা-


"মনোলীনা,  তোমার সাথে আমার হবেনা"।
----------------------------------------------------
জি,এম, হারুন অর রশিদ
২৩/১২/২০১৫,