আমি ভয় পাই
আমি যদি বাড়ী ফিরতে ভুলে যাই
কোথায় যাব মনে না পরে
না চিনে যদি ভুল ঠিকানাতে
দরজার কড়া নাড়ি
কেউ তো অপরিচিত মানুষে জণ্য
বাড়ীর দরজা খুলবেনা ।
শুনো “আমার প্রচন্ড ভয়
কেউ তো আমাকে চিনবেনা”।
আমি ভয় পাই
যদি নিজের নামটা
হঠাৎ ভুলে যাই
কারো কাছে তো আর
আমার নাম জিজ্ঞাসা করা যাবেনা।
শুনো “আমার প্রচন্ড ভয়
আমি যদি নামহীন মানুষ হয়ে যাই”।
আয়না দেখিনা অনেক দিন
প্রচন্ড ভয়,
যদি নিজের চেহারা
অপরিচিত মনে হয়।
অথবা পচ্ছন্দ না হয় নিজেকে,
শুনো “আমার প্রচন্ড ভয়
তখন যদি হত্যা করতে
খুব ইচ্ছে হয় নিজকে” ।
ভয় পেতে পেতে কখন যে
ভুল স্বপ্নের মিথ্যা মানুষ
হয়ে গেলাম ,ভুলে গেছি ।
-----------------
জি,এম, হারুন-অর-রশিদ
13/02/2016