খোলা বুকে মুখ লুকিয়ে আছে
আমার অচেনা হাহাকার-
আমার কাছে জানতে চায়
“আমি কে বন্ধু তুমি বলনা ? ”
হাহাকার আমাকে -
মিথ্যা অভিনয় শিখায়,
হাহাকার আমাকে
মিথ্যা সময়ের কছে নিয়ে যায়,
বুকের মাঝে অচেনা হাহাকার নিয়ে
অন্যের সুখবৃক্ষ চুরি করতে ইচ্ছে জাগে।।
আমার কারো কাছে নেই
কোন অভিমানের দেনাপাওনা,
নেই কোন কষ্টের হিসাব,
তবুও লুকিয়ে থাকা হাহাকার
পরম যতনে আগলে রাখি--
প্রথম পাওয়া চিঠির মত
আমি এই রকমই বন্ধু ।।
,, , ,,,,,,,, , ,, ,,,,,,,,,,,,,,
জি, এম, হারুন- অর-রশিদ