শেকলে বাঁধা অন্ধকারে এ কেমন জীবন আমার
অন্ধকার কক্ষেই ছটফট করে অন্ধকার কবিতা,
কবিতার শরীরে মিশে গেছে অন্ধকারের রং,
মানুষের এলোমেলো ছুটোছুটি বেড়ে গেছে শহরে
কোলাহল সময়ে মিশে গেছে হাজার হাজার মুখ,
আমি ধ্যানমগ্ন হয়ে ছুটছি শহরের মধ্য দিয়ে
এইসব ভাঙাগড়ার মধ্যেই স্পষ্ট আমার গন্তব্য
আচমকা চায়ের কাপ হাত থেকে পরে যায়
ধ্যান ভেংগে যায়, শুরু হয় আমরন অনশন
মরা নদীর মতো নিশ্চুপ হেঁটে যাচ্ছি সময়ের সাথে।


রাজপুত্র সাঁতার জানে না
কিন্তু তীর ছুড়তে জানে।।
=-----------------------
জি, এম, হারুন অর রশিদ
৩০/১১/২০১৬