মনোলীনা,
তোমাকে একটা গোপন কথা বলার ছিল আমার-


বড্ড ব্যস্ত তুমি,
কথা আর বলা হয়না,
প্রতিদিন ভার্সিটির বাসষ্টপে দাড়িয়ে থাকি,
বাস থেকে নেমে বন্ধুদের সাথে
কথা বলতে বলতে চলে যাও.
তখন আমার গোপন কথা বলা আর হয়ে উঠেনা।
একা যখন থাকো ,
তখন ফোনে অনর্গল কার সাথে যেন কথা বলো,
তবুও আমার দিকে তাকাবার সময় টুকু ও নেই,
আমার গোপন কথা আর বলা  হয়ে উঠেনা।


মনোলীনা,
আমি একা একা মনে মনে
গোপন কথাটা বার বার বলি,
এই চার বছরে লক্ষ , কোটি বার
মনে মনে বলে ফেলেছি,
তবুও তোমার ব্যস্ততা কমেনি।


তারপর একদিন যখন তোমাকে একা দেখলাম,
তোমার কোন বন্ধুরা পাশে নেই ,
নেই ফোনে অবসরহীন গল্প,
মনে হলো আজ তুমি অবসর।
মনোলীনা
তোমাকে অবসর পেয়ে ভুলে গেছি আমার গোপন কথা,
বুকের নদীতে ডুব দিয়েও খুজলাম
খুজে পেলাম না আমার গোপন কথা,
শুধু মনে পরলো একটি কথা
মনোলীনা,আমি ভালো নেই
তুমি কি আমার নদীতে ডুব দিয়ে
গোপন কথাটা খুজে দিবে ?
------------
জি, এম, হারুন অর রশিদ
০১/০২/২০১৭