রাতে খাবার টেবিলে বসে পাশের খালি চেয়ারটার দিকে তাকিয়ে
আজ হঠাৎ করেই মনে হলো,
কারো কি আজ আমার সাথে বসে খাবার কথা ছিল?
ভুলে গেছি,
বিলকুল ভুলে গেছি সেই মানুষটার কথা!
সারারাত খাবার সামনে নিয়ে বসে থাকলাম
কেউইতো এলো না!
একটা সময় ছিল
যত রাত করেই বাড়ি ফিরতাম,
দেখতাম বাবা না খেয়ে বসে আছেন
অথচ ডাইনিং টেবিলে সব খাবার ঢাকা পড়ে আছে।
বাবা মারা যাবার পর
দিব্যি রাতের পর রাত
আমি একা একা খাবার খেয়ে যাচ্ছি,
বিলকুল ভুলে গেছি মানুষটার কথা!
সতের বছর যাবত বাবার চেয়ারটার দিকে তাকিয়ে দেখিনি ঠিকমতো!
বুঝতেও পারিনি,
চেয়ারটাও বাবার অপেক্ষায় পড়ে আছে।
আজকাল আর রাতের খাবার খেতে পারিনা,
মনের ভেতর এক হাহাকার ওড়াউড়ি করে রাত হলেই-
বাবা আমার সাথে খাবেন বলে
না খেয়ে বসে আছেন সারারাত;
অথচ আমি উনাকে ডাকলামই না।
মনস্তাপের হাহাকারে
আমি এখন রাতের খাবার ছুঁয়েও দেখিনা,
‌অথচ সামনে খাবার নিয়ে বসে অপেক্ষায় থাকি সারারাত
বিলকুল ভুলে যাওয়া একজনের জন্য।
—————————————
র শি দ  হা রু ন
০২/১২/২০২১