রাতের আকাশে আজ পাহাড় ধসে পড়ার মতো বৃষ্টির ডাক,
দরজায় দাঁড়িয়ে  ধবধবে এক সাদা পঙ্খীরাজ ঘোড়া আসমানী সুর করে ‌অনবরত ডাকছে আমায়।


এই আসমানী সুরের ডাকে আমার নেশা ধরে যায়,
আমি একসময় অস্থির হয়ে আলমারি খুলে শরীরে জড়িয়ে নিই
ভাঁজহীন নতুন সাদা পোষাক।
বৃষ্টির জলে ভিজতে ভিজতে
সারারাত পঙ্খীরাজ ঘোড়ার পিঠে চড়ে সাত আসমানে উড়তে থাকি।


ঘরের টেবিলে পড়ে থাকে
প্রিয় কালো ঘড়ি,
আমার লেখা একটা অসমাপ্ত কবিতার পাতা,
আর দরজার পাশে আমার জীর্ণ পুরাতন চটি জোড়া।


আমি ঠিক জানি
একটি কালো হাতঘড়ি,
অসমাপ্ত কবিতার একটি পাতা,
আর এক জোড়া জীর্ণ পুরাতন চটি
‌অনন্তকাল শুধু অপেক্ষা করবে আমার জন্য,
কেবল ওরা জানেনা আমার আর কখনোই ফেরা হবেনা এই ঘরে।
——————
র শি দ  হা রু ন
২০/০৪/২০২২