তীব্র শীতের এই রাতে
আমার একলা বুকের ঘরে জ্বলছে
এক শোকার্ত ভালোবাসা।


এই শোকার্ত ভালোবাসা নিয়ে রাতভর আমি একা একা ঘুরে বেড়াই শহরময়।
বুকের ঘরের দরজা জানালা ভিতর থেকে বন্ধ রেখে
আমি শুধু একাই পুড়ি এই শহরে।


পুড়ে যাক, সব পুড়ে যাক
এই জনমে আমি একলাই পুড়ি
এই জনমে আমি একলাই ঘুরি
কারো কিছু আসে যায় না তাতে।


শহরবাসী মনে রাখবেন,
সব বুকেরই শোকের তাপ একসময় নিভে যায়
-চিরদিন কেউই শোকার্ত থাকেনা।
————
র শি দ  হা রু ন
২৯/১২/২০২১