একটু বেখেয়ালে-বাতাসের ঝাপটায় হাত থেকে উড়ে গেলো একটি অসম্পূর্ণ কবিতা।
উড়তে উড়তে সুঁতো কাটা ঘুড়ির মতো হারিয়ে গেলো যেনো কোথায়!!
তারপর থেকে আমি অবুঝ বালকের মতো পিছনে ছুটছি এবড়োথেবড়ো রাস্তা ধরে-
সেই অসম্পূর্ণ কবিতার পিছনে।
কেউ জানেনা শুধু আমিই জানি-
কবিতার সাথে উড়ে গেছে আমার অসম্পূর্ণ জীবন।


‘জীবন’- তুমি এতো স্টুপিড কেনো!!
যাবার আগে একবারতো ক্ষমা চেয়ে যেতে পারতে-
বললেই পারতে “সরি “
———————
রশিদ হারুন
২২/০৪/২০২০