আমি সারাটি জীবন ধরে পথ চেয়ে আছি
এক বুক আশা নিয়ে শূন্য মনে
রঙ বেরঙের শতেক স্বপ্ন বুনে
আমি পথ চেয়ে আছি পথে,


আকাশ ভরা ভালোবাসা নিয়ে
আমার শূন্যতাকে পূর্ণ করে দিতে
অচেনা পৃথিবী থেকে তুমি এলে কাছা-কাছি
হাজার জীবন ধরে আমি, তোমার পথ চেয়ে আছি।


এক পলকের দেখায়, ধীরে ধীরে কাছে আশা
চুপি চুপি মনে ভালোলাগা, ভালোবাসা
তোমার উষ্ণ ছোঁয়ায়, ভিতর বাহিরে ঢেউ বয়ে যায়
অতৃপ্ত মনে এক অজানা অনুভূতি
মনের দ্বিধা-দ্বন্দে আমি তোমাতে হারাই।


এক জীবনে যা ছিল চাওয়া
আজ সব হয়ে গেল পাওয়া
এই মনে তুমি সুখের বৃষ্টি ছড়িয়ে দিলে
শুধাই, এতো দিন কোথায় ছিলে?