জানি সত্যি কথা বলতে বারণ
মিথ্যা বলাটাও অকারণ
পড়েই মুক্তিকে যখন করেছি স্মরণ
সুখ একটু একটু করে হয়েছে হরণ।
কত শত অভিযোগ!
থাকবেই, আমি যে মুক্ত চালক
রাতভর কেউ আমায় ভেবে করো না শোক
ভিন্ন আমি ভিন্ন আমার কবিতার শ্লোক
কতই কিছুই তো বদলায়
ভেবে দেখাও দ্বায়
লাম্প পোস্টের বাতিটাও একদিন নিভে যায়
চোখে পড়ে শুধু মানুষের পরিবর্তনটায়।
মনে লুকিয়ে থাকা বুনো আচারণ
আমার মাঝেই নগ্ন পায়ে করে বিচরণ
দেখতে যদি ভেদ করে চোখের পুরো আবরণ;
দগ্ধ আমি অনলে, বাহিরে সরল সমীকরণ
ভালোই আছি তোমাদের মধ্য
মেনে নিয়ে জাগতিক সকল সিদ্ধান্ত
জীবন যেথায় হাসি কান্নায় সীমাবদ্ধ
মানিয়ে নেয়াই শ্রেয়, দিনের কলহ কিংবা রাতের নিস্তব্ধ।


২১ ই জুন, ২০২০
রাত- ২ঃ ৫৫ মিনিট