তুমি আবার যথন সমুদ্রে যাবে
আমাকেও সাঙ্গে নিও।
এক ঝাঁক পায়রার থেকে দলছুট হয়ে
রুক্ষতার বিষাদ চাঁদর গায়ে
আর কত! বাঁকা ঠোটে হাসব?
আমাকেও একটু আলোতে আসতে দাও
মেঘের কিনারে মিশে যাওয়া সফেদ বলাকাকে
না হয় একটু চোখ জুড়িয়ে দেখলাম
সমুদ্রতীরে জনতার ভীড়ে একটি দিন
না হয় চেয়ে চেয়ে বেলাভূমিটা আপনার ভাবলাম
সভ্যতার বিবর্তনের সাথে সাথে
কুৎসিত কদাকার হয়ে যাওয়া
শৈবলকে শুধু একটুকু ছুয়েই তো দেখতে চাই
আমি তো আর কবিকূলের কেউ না
দীঘল কালো চুলের মত জলের বুকে
যে দানা বাঁধা রক্তকে দেখতে পারে
আমি ঢেউয়ের বুকে ভেসে
নিজের মত একাকি একটি সাগরের
শূন্যতার ব্যসার্ধকেও মাপতে ব্যর্থ।


যদি খুব বেশি মনে হয় সমুদ্রে যাবে
আমাকেও একটু সঙ্গে নিও
যদি বল, তোমার হাত ধরে পড়ন্ত বৈকালে
বৈরি বাতাশের সাথে কাশফুলের সখ্যতাকে দেখতে পারি
নতুবা বালূচরে বসে সুদূর জলরাশির পানে চেয়ে
সমীকরণ টেনে বলতে পারি-
দৃষ্টিগোচরে চলে যাওয়া জলসীমায় তোমার আমার ভবিষৎ
জঞ্জালবিহীন সমুদ্রতীর দেখে বারংবার হোছট খেয়েছি
আর ভেবেছি, হায়! গতির রূঢ়তাও কেন আমাকে গোছাতে পারিনি?