আমি ভুলে যেতে চেয়েছি সহস্রবার সেই দিনটিকে
তবু এক ফোঁটা পানির অভাব; আজও বুকের ছাতি জ্বালিয়ে দেয়
ধ্বংস স্তুপের মাঝে বিব্ধস্ত আত্মাকে দেখে চমকে গিয়েছিলাম
তাই ভালবাসাটুকু কুড়িয়ে আনতে ব্যর্থ হয়েছি।
আমি পরাজিত মনকে টেনে-হেঁচড়ে নিয়ে এসেছিলাম
সেদিনের অস্ফুষ্টিত আর্দনাত তাই আজও সুস্পষ্ট শুনতে পায়
শত শত চোখ কৌতুহলের বিষক্ত কামড় বসিয়েছিল নিরবে
মৌনতাকে শুধু দেখেছি খোলসের আঁড়াল থেকে বের হয়ে আসতে
আমার সমস্ত সত্ত্বাকে মমের মত গলতে দেখে বিস্মিতই হয়েছিলাম
ছোট ছোট আশাগুলি যখন পদদলিত হচ্ছিল তোমার পদব্রিজে
স্বপ্নগুলিকে হামগুড়ি দিয়ে নিঃশেষ হতে দেখছি চোখের নোনা জলে
আজ আমি রিক্ত, অনুশোচনার আগুনে দগ্ধ
তবু জানতে পারিনি কি ভুল ছিল তোমাকে ভালবাসায়?