হেরেছি ফিরেছি বাদলের গাওপথ হেঠে
চেয়ে চেয়ে দেখেছি প্রতিটি লতাপাতার পত্রপটে,
গৌধুলির কোণে কেন পায়নি ঠাই?
রৌদ্দুর পথ ঘুরে ঘুরে ক্লান্ত একাই।
ছায়াঘেরা কানন জুড়ে বড়ই অসমতা।
শহরের কনক্রিটেও এটে আছে রক্তের মৌনতা
সমুদ্র স্রোতেও রয়ে রয়ে সয়ে যায় শুন্যতা
পাহাড়ের বুকেও জমে থাকে আবেগের ঘনঘটা
সত্য কি তাই আধারের মাঝে অনর্গল!
কেপে উঠা দুলনায় ব্ক্ষ ব্যাথার প্রলেপন
হায়! পূর্ণতা বিলিন হয় শূন্যতার কোটরে
সহস্রাধিক প্রতিক্ষা সময় স্রোতে যায় ঝরে।
হ্নদয়ের আর্চনায় রয়ে গেল শুধু সান্তনা,
পৃথীময় ছড়ানো আলপনা আমার তরে না.