শিশিরের সবুজ খামে
যে চিঠি পাঠিয়েছি তোমার নামে
তুমি পড়ে দেখেছ কি একটি বার?
সে'টি আমার করুন অপেক্ষার ক্ষুদ্র সংস্কার.
বাতাশ কি আমার কান্না দেয়নি পৌছে তোমার কানে!
মেঘমালা তবে কি বয়ে নিয়ে যায়নি
মোর আঁখি জল তোমার পানে!
কোকিলের কন্ঠে কি বিরহের সুর শুনতে পাওনি!
বসন্তে ঝরে যাওয়া পত্র পানে কি একবারও চাওনি!
কুয়াশার শুভ্র চাদর
করেনি কি একটুও আদর
রাতের আঁধার বলেনি কি গোপনে?
হানা দেয় বিরহ একা থাকার আয়েজনে ....