ওগো, বাবুই পাখি!
তুমি, এখনও কি আমার গন্ধ পাও?
তুমি, এখনও কি দীর্ঘনিঃশ্বাস নাও,
আমার নামের শেষে?
তুমি, এখনও কি ভাবো শুকতারার কথা?
যে তারাতে সুখ ছিল, না পাওয়ার।
তুমি, এখনও কি ঝড়াও,
চোখের জল?
তুমি এখনও কি পরো,
তোমার পায়ে,
শব্দহীন মল?
যা শুনে বারে বারে,
দুলে উঠত আমার মন।
তুমি, এখনও কি বাঁধো,
তোমার শাড়ির আঁচলে,
অশোকের ফুল?
তুমি, এখনও কি পরো,
বসন্ত পঞ্চমীতে,
পলাশের দুল?
তুমি, এখনও কি চুল খুলে রাখো?
আমার ছোঁয়ার আশায়?
তুমি, এখনও কি রাত জাগো,
আমার শব্দহীন ভাষার অপেক্ষায়?
ওগো, বাবুই পাখি!
তুমি এখনও কি আশা রাখো,
ফেরার,
সে নদীর কুল?
যে নদীর কুলে,
জোয়ার এসেছিল,
ভাটা ফুরিয়েছে অনন্ত কাল জুড়ে।
এখনও বাঁধা আছে ছোটো তরী,
তোমার আমার গানের সুরে!
তুমি, এখনও কি সে আঁধার পেরোও,
আমায় ছুঁয়ে?


তুমি,
এখনও কি ভালোবাসো,
সেই অতিপরিচিত,
মায়ের আদর নিয়ে?