যতক্ষণ আকাশে তারারা থাকে ;
তুমি থাকো।
শরতের পূর্ণিমার চাঁদ হয়ে,
তুমি আমায় দেখো।
খণ্ড খণ্ড সাদা মেঘগুলো,
ঈর্ষা করে মরছে পুড়ে,
তোমায় দেখে, আমায় ভেবে।
বর্ষার জল ভরা কালো মেঘ গুলো,
আজ আর কথা বলে না,
পাখাওয়ালা পিপীলিকার মতো,
অকারনে ঝাঁপিয়ে পড়ে,
নরম মোমের আলোর আশায়
নির্মম লেলিহান  শিখায়।
শুধু,
কিছু সাদা কাঁশ ফুল
তার লম্বা গলা উচিঁয়ে
মাঝে মাঝে দোলা দিয়ে যায়,
শরতের হালকা হিমেল হাওয়ায়।
কিছু শিউলির দল আসে,
ঠান্ডা ভোরের সাথে,
সুগন্ধের বার্তা নিয়ে।
বাকিটাতো তোমার আমার,
সীমাহীন নীলাকাশ।
বড়ো শূন্য সে।
যতোই ওপরে উঠি,
হাত বাড়িয়ে তোমায় খুঁজি।
সময়ের ষড়যন্তে আছরে পড়তে হয়।
চির ধরে শির দাড়ায়।
আবার উঠে দাঁড়াই,
কোনো এক অজানা আশায় ভর করে।
ভয় করে, এই বুঝি ভাঙ্গবো আবার।
এবার,
হয়তো গুড়িয়েই যাবো।
তোমাতে  মিলে যাওয়ার বৃথা আশায়,
মিশে যাবো মাটির বুকে,
চিতার ছাই হয়ে।