সুখে-দুঃখে মায়া ভাগে
ছিল বগা নির্বিবাদের নীড়ে
অমূল্য নিধি লাভের সাধে
ধরা পড়ে শিকারির ফাঁদে
উড়ো ঝড়ে ভেঙে যায় বাসা
নোঙ্গর ছিঁড়ে তরণীর ভাসা
সাথী হারা বগীর শূন্যগৃহ
হারিয়ে গেছে বাঁচার মোহ
অভিশপ্ত এই বেঁচে থাকা
হয় না কেন ধরিত্রী দ্বিধা
এক পাপের সাজা দুজন
ব্যথার অনলে পুড়ে সুজন
চতুর বগার হলো মরণ
কেউ দেখেনি বগীর কাঁদন।