আষাঢ়ে ঢলে ঝমঝম টিনের চালা
স্নিগ্ধ সমীরণে বাতায়ন খোলা
উঁকি দিয়ে যায় কত স্মৃতি কত কথা
অভিমানের আগুনে পুড়ে মৃৎশিল্পের ব্যথা।
ভেঙ্গে যায় শক্ত মন মোমের মতো
মুছে যায় ফেলে আসা দিনের ক্ষত।
আকাশের নক্ষত্রগুলো মেঘের আড়ালে
তুমি সে দিন যেমন করে হারালে।
অজানা নদী বয়ে চলে মোহনায়
আঁখি বারি কপোলে ঝরে বেদনায়।
কোন সে বধুর মেহেদি রাঙ্গা হাতে
সানাইয়ের সুর নিয়ে গেলো বাঁচাতে।
কৈশোরের আহত পাখি খুঁজে ফিরে
প্রেম-অপ্রেম জড়ানো মায়ার নীড়ে।
চৈত্রের খরতাপে মরুসম বসুন্ধরা
আষাঢ়ের ঘন বরিষণে তৃপ্ত মৃত্তিকা।