ভুইলো না ভুইলো না সখি গো
ও সখি ভুইলো না আমায়
কেমন কইরা বাঁইচা থাকি গো
ও সখি ছাড়িয়া তোমায়।
ইহকালে পরকালে গো
ও সখি তুমি যে আপন
কেমন কইরা বাইন্ধা রাখি গো
ও সখি আমার অবুঝ মন।
ভালোবাইসা স্বপ্ন দেখি গো
ও সখি তুমি যে আমার
এই হৃদয়ে আইকা রাখছি গো
ও সখি ছবি যে তোমার।
ভালোবাইসা কাছে আইসা গো
ও সখি কইরো যে আপন
কেমন কইরা বাঁইচা থাকি গো
ও সখি বাঁচে না জীবন।
হইয়ো না হইয়ো না সখি গো
ও সখি  হইয়ো না পাষাণ
তুমি আমার পরান পাখি গো
ও সখি  তুমি আমার জান।
কত দিবানিশি গেল গো
ও সখি পাইলাম না তোমায়
প্রেমের কসম দিলাম সখি গো
ও সখি ভুইলো না আমায়।