(বাংলা সনেট)


গগনেতে সন্ধ্যাতারা মিটিমিটি জ্বলে
ওপারে মেঘের ভেলা পাল তুলে চলে
দিগন্ত ছুঁয়ে যায় হেমন্তের শিশির
আকাশ জুড়ে কতই রঙের আবীর।
আধফালি চাঁদ যেন হেসে কুটি কুটি
বাগিচার গন্ধপুষ্প সুবাসিত ফুটি
নিশিজাগা পাখিরা গাইছে সুরে সুরে
হরিল হিয়া, বাজিল কার বাঁশি দূরে?


বসে কালা বৃন্দাবনে যমুনার বাঁকে
বাজায় বাঁশি আমার নাম ধরে ডাকে
কুলমান হারা করেছে যাদুর বাঁশি
ছল করে কালা পড়ালো প্রেমের ফাঁসি!
যাও গো সখি বল তারে সে যেন আসে
ময়ূরী সাজে প্রেয়সী রাঁধা আছে বসে।