মেঘ রোদ্দুর আলো ছায়ার খেলা
ক্ষত চিহ্নের নদীতে বইছে ভেলা
হৃদয়ের দর্পনে শুধু স্মৃতির মেলা
দু-চোখে জমেছে বরষার লোনা।
সাঁকো ভাঙ্গা বিচ্ছেদের মর্ম সুরে
গোধূলির প্রভা মিশে গেছে দূরে।
কাক চিল সব পাখি আসে নীড়ে
সেযে গেলে তুমি এলে না ফিরে।


বৃষ্টি ঝরা গাঢ় অন্ধকার রাত নামে
ঝিঁঝিঁপোকা গান গায় বিরহে জেগে
মাতাল হাওয়া ছুঁয়ে যায় ঘাস ফুলে
মাধবী মালতীরা দুলছে তালে তালে।
ক্ষন স্বপনে নিশি ভেঙ্গে আসে ভোর
ভোলা যায় না পাষাণী স্মৃতি তোর।


ঈসা খাঁ'র বাড়ির মতো নীরব রাত
কতো ফাগুন পেরিয়ে এলো প্রভাত
প্রতীক্ষায় কাটে কতো নিঃসঙ্গ রাত
তুমি তো এলে না গুড়িয়ে সংঘাত।