স্মৃতির দহন পোড়া চন্দন
চিতায় জ্বলে অঙ্গার
উদাস পথিক বয়ে বেড়ায়
ক্ষত চিহ্নের আধার।


মায়াবী লতার আলিঙ্গন
ছুঁয়েছিল গহীনে
তবে কেন চলে গেলো
মরমের পথ ধরে?
কতো কথা বোবা ব্যথা
মনে পড়ে আনমনে
প্রিয়ার ছলনার প্রেম
ভুলে যায় সে কেমনে?


পথিক হয়তো হারিয়ে যাবে
দূর অজানা গহবরে
নক্ষত্র যেমন আয়ু শেষে
হারিয়ে যায় অন্ধকারে।