আজও স্মৃতির জীর্ণ এক পাতায়
মনে পড়ে লেখা সব নীল বেদনায়!
শরতের কাশফুলের নরম পরশ
রাতজাগা জ্যোৎস্না ঢালা আকাশ
হংসমিথুনের মতো সমুদ্র স্নান
মুছে যায় নি, হয়নি তো ম্লান।
বুনো শালিকের নীড়ে ফেরার পিয়াস
গোধূলির রঙ মুছে ফুরিয়ে যায় আশ
হৃদয়ের দূর আকাশে সন্ধ্যা তাঁরা
এনেছো নয়নে শ্রাবণের বারিধারা।
ফাগুনের ফুল ফুটালে মনে
কেড়ে নিলে প্রাণ কোকিলের গানে
নিশীথের অন্ধকারে হারিয়ে গেলে
যাতনা দিয়ে অবশেষে কি সুখ পেলে?
চৈত্রের তাপে পোড়া এ অন্তর
সুখে থেকো, শুভকামনা নিরন্তর।