আধোরাত মেঘে ঢাকা শশী
জ্যোৎস্নার তাই মলিন হাসি
অশ্বত্থের পাতায় ঝিরিঝিরি কাঁপন
নিথর জলের বুকে ঢেউ তুলে পবন।
রাতজাগা পাখির করুন বাঁশি
শিশ দিয়ে যায় দূরে।
তুমি হীন নিঃসঙ্গতার আর্তি
আমার পৃথিবী জুড়ে।
চলে গেছো ভেঙ্গে বিশ্বাস
শূন্যে খুঁজে আদি অভিলাষ।
কতো যে যন্ত্রণায় কাটে বেলা
সয় না প্রাণে তোমার অবহেলা
নিরবে চলে গেছো বহু দূরে
জানি তুমি আসবে না ফিরে।
পোড়া চোখে ব্যথার নদী বয়ে চলে
বুকের ভিতর বিরহের অনল জ্বলে ।
ভালোবাসার অপরাধে হলাম দোষী
তোমাকে হারিয়ে কেমন করে বাঁচি?


হবিগঞ্জ
০৭/১২/২১
রাত -১.০০