আগ্নেয়গিরির তপ্ত শীশা  জ্বলে জ্বলে
এক সময় হয়ে যায়  জমাট শীলা
নীলকণ্ঠী মন শত বিষ কন্ঠে নিয়ে
বেঁচে আছে সয়ে কত ব্যথার জ্বালা।
হৃদয় যেখানে খুঁজেছে তোমার প্রেম
তুমি খুঁজেছো সর্বদা আমার ভ্রম
আমি পেলাম না ভালোবাসার মন
তুমি খুঁজে পেয়েছো আমার অগুণ।
নিরবে সয়ে যাবো বিষবৃক্ষের মত
আমার দোষের সাজা দিবে তুমি যত।
ভালোবাসার পাখি তুমি মুক্ত গগনে
তোমার ছবি এঁকে রেখেছি এই মনে।
আমার হয়ে থাকো যদি আসবে ফিরে
কোন দিন ছিলেনা যদি না আসো নীড়ে।