(১)
কেন কষ্ট করে বিদ্যাসাগর লিখতে গেলে বই?
সোনার দেশের আমরা মেয়ে, অ আ..ক খ.. শিখি জন্মেতেই,
চোখ খুলেই জানতে পারি বর্ণপরিচয়ঃ
আমি যে এক কালো মেয়ে দেখতে ভালো নয় !
          (২)
....তারপর?বড় হয়ে ভালবেসে গেলাম শ্বশুরবাড়ি
শাশুড়ীমা বন্ধ ঘরে সবার সাথে আড়ি-
আমার নাকি নিম্নবর্ণ, কুলীন বামুন নয়,
নতুন করে জানা হল আর এক বর্ণপরিচয় !
         (৩)
ঘর ভেঙেছে, বর ছেড়েছে আমি পাড়ার রাণুমাসী
চায়ের ভাঁড়ে কাহিনী হয়ে ছড়াই বাঁকা হাসি,
টালির চালে একার জীবন তবু নষ্ট মেয়ে নয়
নিত্য দিনের লড়াই চলে,বিদ্যাসাগর, পড়িয়ে তোমার বর্ণপরিচয় !