কথায় কথায় বইয়ের পাতার মত অনেক সময় গেল সরে
এখনও তো থেকে গেলাম সেই কলেজের প্রথম দিনের ঘোরে,
আমি নাকি উলটপালট অনেক কথা বলি
আজও তাই চিনলাম না তোর মনের অলিগলি !
তোর বুকেতে আঙুল দিতে দশটা বিশ্ব ভয়
এমন মাকাল ছেলে কেমন করে প্রেমিক প্রেমিক হয় !
হিরোর মত সাজলাম না খ্যাপাটে এক দাড়ি
বাপের পকেট কেটে গেলাম নাতো মানালি বা পুরী ,
পথের ধুলায় থেকে গেলাম মিছিলে আর রবি-নজরুল গানে
পাগলা কেমন করে বুঝবি তুই ফাইভ জি প্রেমের মানে!
তোদের জন্য মার্সিডিজ, সুরম্য সব বাড়ি
আলট্রামডার্ন লাইফ স্টাইল, বিদেশেতে পাড়ি ,
আমার আছে ফুটপাত, পোড়া রুটির জ্বালা
আমার বউ কে শুনবি নাকি?- তোর বাড়ির কাজের মেয়ে মালা ।
দুঃখ যত আমরাই সই – গণতন্ত্রের বিষ
অমৃত যা উথলে ওঠে তোরা চড়া দামে কিনে নিস ।
তবু আমি স্বপ্ন দেখি- এক নতুন ইতিহাস
নতুন ভোরে হয়ত সেদিন তোর উঠোনে পড়বে আমার লাশ !