এমনই এক আগুন ভেজা ফাগুন দিনে
হিয়ার পরশ লেগেছিল আমার প্রাণে ,
তারপর কেটেছে অনেক দিন,নিঃশেষ কত ঋতু
ফুটেছে অনেক কলি, বেঁধেছি জীবন সেতু ।
একদিন হারিয়েছি প্রিয়া, ঘর গিয়েছে ভেঙে
ঘুমের পরী আর আসে না, তাইতো থাকি জেগে ,
এবার আমি মুক্ত হব,নিরুদ্দেশে বাড়াই দুটি পা -
আজিও তো পূর্ণ বসন্ত, শুধু শূন্য হৃদয় আমার যা !
চেয়ে দেখি, যৌবনের সেই পলাশ-বকুলতল
বিছায়েছে স্বপ্ন রঙিন মানুষ-মানুষী একদল ,
চোখের পাতায় তারা প্রেমের কাব্য লিখে চলে
ফুল ফাগুনের পরাগরেণু্র সোহাগী রঙ ঢেলে ,
বুঝলাম,আমার গল্প শেষ, নতুন গল্প শুরু -
প্রেম তুমি চির শাশ্বত, মৃত্যুতে নও ভীরু !
হে বরেণ্য,
আমি ধন্য!
আমিও একদিন ছিলাম তোমার প্রেমের নায়ক
সুখ জাগানিয়া জীবন আমার তোমার আশীষে হয়েছিল সার্থক ,
আমি আজ সাথীহারা, তবু বিরহে হইনি হীন
তোমার অসীম দানে আমি যে রাজার রাজা- শুধু প্রেমেতে বেড়েছে ঋণ!