ভীষণ অন্ধকার কালো সকাল,
ঘন  মেঘ ভেদ করে উঁকি মারছে সূর্য।
মেঘ আর সূর্যের লুকোচুরি।
প্রচেষ্টার কোন ত্রুটি নেই,
পৃথিবীটা কেমন সবুজ আর সবুজ,
আবার ফিরে পেয়েছে যৌবন
নদী নালা খাল বিল সব ডুবু ডুবু প্রায়,
বিশেষ সতর্কতা আবহাওয়া দপ্তর থেকে
আতঙ্কে দিন কাটায় উপকূলবর্তীরা,
স্কুল ছুটি খুদেরা মগ্ন ডিজিটাল গ্যাজেটে।
গুদামজাত খাদ্য, গুদামজাত শস্য নিয়ে
গৃহিণী ব্যস্ত নতুন রেসিপিতে।
কয়েকটা কুৎসিত কালো কাক,
কয়েকটা ছাতারে পাখি,
বেজন্মা কিছু বেড়াল
ওর পেতে বসে আছে।
বিরক্তিকর সজাগ দৃষ্টিতে গৃহিনী
পাখিদের বাসা ভেঙেছে তাতে কি?
বিড়ালটা একটু আশ্রয় চায়,
কেমন মায়া দৃষ্টিতে তাকিয়ে পথ কুকুর
না শুধু কুকুরগুলো নয়,
কিছু মানুষ একই অবস্থার মধ্যে
কাঁধে নিয়ে বয়ে  বেড়াচ্ছে কঠোর জীবন
যে বর্ষা তোমার জন্য নিয়ে আসে কবিতা প্রেম
সে বর্ষা কারো অনেক কিছু ভাসিয়ে নিয়ে যায়